সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১০ নভেম্বর ২০২৩ ২০ : ০৪
ইডেনের বাইরে বিরাট কোহলির ছবি। সৌরভ গাঙুলি, কপিল দেব এবং ঝুলন গোস্বামীদের পাশে জায়গা করে নিলেন কিং কোহলি। নিজের জন্মদিনে ৪৯ তম সেন্চুরি করে সচীন তেন্ডুলকরের রেকর্ডকে স্পর্শ করেছেন বিরাট। বিশ্বকাপে দক্ষিণ-আফ্রিকার বিরুদ্ধে বিরাটের শতরানের স্মৃতি বাঁচিয়ে রাখতেই সিএবি-র এই পরিকল্পনা।